সন্তানকে বাঁচাতে গিয়ে ডুবে মরলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারী

১ সপ্তাহে আগে
সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবির ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে বাবার। বুধবার (২০ আগস্ট) উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে এমন ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী আবু সুফিয়ান জানান, বুধবার দুপুরে মনিরুল বাড়ির পাশের গ্রামে নৌকা যোগে ভাগ্নে ও ছেলেকে নিয়ে রাইস মিলে ধান নিয়ে যাওয়ার সময় চিনিধুকুরিয়া গহিন বিলে হঠাৎ করেই নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা মাঝিসহ চারজন নিখোঁজ হয়। তবে মনিরুল তার হাত দিয়ে উঁচু করে ছেলে মাসুম কে তুলে ধরে রাখতে রাখতে পরবর্তীতে সে ডুবে যায়।

 

আরও পড়ুন: সিরাজগঞ্জে একটি পরিবারে মাতবরদের খড়্গহস্ত, গ্রামবাসীকে কথা বলতে মানা!

 

এলাকাবাসী তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর ৩ জন কে জীবিত উদ্ধার করলেও মনিরুলকে পাওয়া যায় না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মনিরুলের মৃতদেহ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের মাতম চলছে।

 

আরও পড়ুন: গরু চোর সন্দেহে সিরাজগঞ্জে দুই জনকে পিটিয়ে হত্যা, আটক ২

 

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর মৃত্যু হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন