সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা শুরু, ভক্তদের ঢল

১ সপ্তাহে আগে
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এতে হাজারো ভক্তের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে সকাল ৮টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল ৩টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
 

পরে উলু, শঙ্খধ্বনি, গীতাপাঠ আর আরতি কীর্তন দিয়ে টিকাটুলি, মতিঝিল, পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় মহা রথযাত্রা।
 

এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঢাকার ধামরাইয়ে শুরু হয় ৪০০ বছরের পুরানো, উপমহাদেশের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা। বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ধর্মীয় ভাবধারা আর উৎসবমুখর আবহে ৩৭ ফুট উচ্চতার ঐতিহ্যবাহী যশোমাধবের রথে অংশ নেন অগণিত মানুষ।


শুভ রথযাত্রা উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত ৯ দিনব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।
 

আরও পড়ুন: আনন্দের রথযাত্রা মুহূর্তেই পরিণত হলো শবযাত্রায়!


ঢাকায় রথযাত্রার রুট উল্লেখ করে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান, স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছবে। পরে আগামী ৫ জুলাই বিকেল ৩টায় উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে বিপরীত দিক থেকে অর্থাৎ ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে আনা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন