বৃহস্পতিবার (৩১ জুলাই) ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা শেষে রাতে দুই রাজনৈতিক দলের প্রতিনিধি সালাহউদ্দিন আহমদ এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রতিক্রিয়া জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, সনদ নিয়ে সবাই একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে, তা আইনের ঊর্ধ্বে। সরকার চাইলে গেজেট প্রকাশ করতে পারে। আর জনগণের সার্বভৌম ইচ্ছার বিপরীতে কোনো আইনি ভিত্তি নেই।
কমিশনের বিভিন্ন প্রস্তাবনার বিপরীতে বিএনপির অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, প্রায় শতভাগের কাছাকাছি বিষয়ে বিএনপি একমত হয়েছে। কিছু রাজনৈতিক দল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করছে। এই বিষয়ে পরে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: র্যাঙ্কিং পদ্ধতিতেই তত্ত্বাবধায়ক সরকার, সিদ্ধান্ত কমিশনের
তবে জামায়াতের প্রতিক্রিয়ায় দলটির নায়েবে আমির আব্দুল্লাহ তাহের বলেন, সনদের আইনিভিত্তি না দিলে বুঝতে হবে, এর পেছনে ষড়যন্ত্র আছে। জামায়াত সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।
তিনি শঙ্কা জানিয়ে বলেন, সংস্কারকে বিলম্বিত করা, আইনিভিত্তি না দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা ষড়যন্ত্র কিনা ভাবতে হবে।
আরও পড়ুন: ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের
তার মতে, অনেকসময় নির্বাচনের পক্ষে কথা বলেও নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র থাকতে পারে।
তিনি ৫ তারিখেই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, এরমধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে যাবে। দেশ নির্বাচনমুখী হবে। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ দল একমত বলেও জানান তিনি।