বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আতলাপুর এলাকায় গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।
আগামি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে জনগণকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘দেশের মানুষ গত সতের বছর ভোট দেয়ার অপেক্ষায় ছিল। আপনারা জনগণের এই ভোটের অধিকার কেড়ে নেবেন না। যদি আমরা রাজপথে নামি, কেউ কিন্তু দেশ ছেড়েও পালাতে পারবেন না। তাই আপনারা যতো দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৩ মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর
দলের ত্যাগী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, ‘বিগত সতের বছর যারা মাঠে ছিল তাদের আমি চিনি। দল যদি ক্ষমতায় আসে তবে সেইসব ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন আমরা করব।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের জন্য আমরা অপেক্ষায় আছি। তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে সিংগাপুর, মালয়েশিয়ার চেয়েও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
স্মরণ সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে স্মরণ সভার প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু গণবাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ভোলাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল হক মানিক অডিটোরিয়ামের উদ্বোধন করেন।
রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আরও এক হত্যা মামলা, হাসিনাসহ ৬২ জন আসামি
ভোলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, ভোলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ও সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজ।
আরও উপস্থিত ছিলেন যুবদলের সৌদি আরব পূর্বাচল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানাউল্যাহ, ইউপি সদস্য বাদশা মোল্লাসহ স্থানীয় অন্যান্য নেতারা।
]]>