বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল সরেজমিনে তদন্ত করেন।
এসময় দুদকের তদন্ত দল নির্মাণ হওয়া সড়কের বিভিন্ন স্থানের আলামত সংগ্রহ করেন এবং স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সঙ্গে কথা বলেন। দুদক রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগের একজন প্রকৌশলীকে সঙ্গে নিয়ে তারা আলামত সংগ্রহ ও তদন্ত পরিচালনা করেন। এসময় এলজিইডি ও দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি'র অধীনে চলতি বছরের সেপ্টেম্বর মাসে চকঝগড়ু-নাককাটিতলা সড়কের পিচ কার্পেটিংয়ের কাজ করেন ঠিকাদার গোলাম কিবরিয়া টনিক। কিন্তু ময়লা আবর্জনা ও মাটির ওপর ঢালাই দেয়ায় আঙুলের চাপেই উঠতে থাকে কার্পেটিং। আড়াই কিলোমিটার সড়কের ২০০ মিটার বাকি থাকা অবস্থায় কাজ বন্ধ করেন স্থানীয়রা। পথচারী ও স্থানীয়দের বাধায় কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদার।
আরও পড়ুন: ৩২ বছর পর সম্প্রসারণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি জানায়, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ হওয়ার পর অবশিষ্ট কাজ সঠিক ও নিয়মতান্ত্রিক উপায়ে সম্পন্ন করা হয়েছে। এমনকি সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম করা হয়নি বলে দাবি করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং ঠিকাদার ও মেসার্স অনিক এন্টার প্রাইজের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া টনিক। সড়কটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ১ কোটি ০৫ লাখ ৫২ হাজার টাকা।
দুদকের তদন্তের সময় উপস্থিত ছিলেন, এলজিইডির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। মুঠোফোনে তিনি সময় সংবাদকে বলেন, দুদকের একটি দল আজ (২৬ নভেম্বর) দুপুরে চকঝগড়ু-নাককাটিতলা সড়কের বিভিন্ন স্থানে তদন্তে যায়। সংবাদ প্রকাশ হয়েছিল সেই সড়ক নিয়ে তদন্ত করতেই তারা সরেজমিনে গিয়েছিলেন।
দুদক রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ‘সড়কটি নির্মাণ নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। সড়কটি যেহেতু এলজিইডির, তাই সড়ক ও জনপদ বিভাগের একজন প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সেখানে তদন্ত যায় দুদকের একটি দল। তদন্তের অংশ হিসেবেই সড়কের বিভিন্ন স্থানে আমরা আলামত সংগ্রহ করেছি। যা পরীক্ষা নিরীক্ষা করে কাজের মান সম্পর্কে জানা যাবে।’
]]>
১ সপ্তাহে আগে
২





Bengali (BD) ·
English (US) ·