দেখে নিন সকালে পাকা কলা খাওয়ার সতর্কতা-
১. খালি পেটে খাবেন না: কলায় প্রাকৃতিক অ্যাসিড থাকে, খালি পেটে খেলে তা পেট জ্বালা, অম্বল বা গ্যাস বাড়াতে পারে।
২. ডায়াবেটিস রোগীদের সতর্কতা: কলায় চিনি (ফ্রুক্টোজ, গ্লুকোজ) বেশি থাকায় সকালে খেলে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যেতে পারে। তাই সীমিত পরিমাণে ও ডাক্তারের পরামর্শে খেতে হবে।
আরও পড়ুন: উপকারী সবজি শসা খাওয়ার ৫ সতর্কতা
৩. কিডনি সমস্যায় আক্রান্তদের জন্য নয়: কলায় পটাশিয়াম বেশি থাকে, সকালে একাধিক কলা খেলে কিডনির উপর চাপ ফেলতে পারে। কিডনি রোগীদের এড়িয়ে চলা উচিত।
৪. মাইগ্রেন রোগীরা সাবধান: কলায় টিরামাইন নামক উপাদান থাকে যা কিছু মানুষের মাথাব্যথা বা মাইগ্রেন ট্রিগার করতে পারে।
৫. হজমে সমস্যা হলে এড়িয়ে চলুন: সকালে বেশি পরিমাণে কলা খেলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা ঢেকুরের সমস্যা হতে পারে।
আরও পড়ুন: সকালে পাকা পেঁপে খাওয়ার ৫ সতর্কতা
তাই সকালে কলা খেতে চাইলে খালি পেটে নয়, বরং দুধ, ওটস, দই বা অন্য কোনো খাবারের সাথে খেলে শরীর বেশি উপকার পাবে এবং ঝুঁকিও কমবে।