সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

৬ দিন আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, আবার নির্বাচিত সরকার এলে তারা করবেন। এটাই হওয়া উচিত।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখোঅবয়ব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। কিন্তু সেটা নিয়ে কেউ কেউ বিতর্ক করছে। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের জন্য গণতান্ত্রিক ধারা বাঁধাগ্রস্ত করা যাবে না।


রুহুল কবির রিজভী বলেন, ‘৫ আগস্টের পরে যে মুক্ত বাতাস তৈরি হয়েছে। মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার আহ্বান করেছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী ব্যবস্থা করুন।’


আরও পড়ুন: সংস্কারের কথা বলে জনগণের সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী


ফ্যাসিবাদের মুখোঅবয়ব বিষয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় শিল্পদের তৈরি ফ্যাসিজমের প্রতীক পুরিয়ে দেয়া হয়েছে। চারুকলায় ফ্যাসিস্টদের আক্রমণের তীব্র নিন্দা জানাই আমরা।’


তিনি আরও বলেন, ‘শিল্পকলার মতো কাজে নিয়োজিতদের যদি স্বাধীনতা না থাকে তাহলে এই শিল্পের বিকাশ হতে পারে না।’


শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে রিজভী বলেন, ‘আনন্দ শোভাযাত্রা নামটি আমদানিকৃত সংস্কৃত না, এটাই আমাদের ঐতিহ্য।’

]]>
সম্পূর্ণ পড়ুন