সংস্কার কীভাবে করতে হয় তা দেখিয়ে গেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান: অমিত

১ সপ্তাহে আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সংস্কার কীভাবে করতে হয় তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়ে গেছেন। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া, নারী বিষয়ক মন্ত্রণালয় চালু, আনসার-পুলিশে নারীর অংশগ্রহণ, যৌতুকবিরোধী আইন প্রণয়নসহ অসংখ্য সংস্কারমূলক কাজ করেছেন তিনি। তাই বিএনপি জানে কীভাবে সংস্কার করতে হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘১৬ বছর ধরে যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আমরা লড়াই-সংগ্রাম করেছি, তা আমরা এখনও পাইনি। তাই গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের ধৈর্যসহকারে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আরও পড়ুন: ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই: খোকন

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে তারেক রহমানকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করা বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, দলের যে কর্মী তারেক রহমানকে দেওয়া জনগণের ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করতে পারবে না, যে কর্মী জনগণের প্রতিপক্ষ হবে, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে, তার জায়গা বিএনপিতে হবে না।’

আরও পড়ুন: আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই: মিন্টু

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ইসাহক, আব্দুস সালাম, অ্যাডভোকেট জাফর সাদিক, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন