সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠনের ঘোষণা শ্রম উপদেষ্টার

৩ সপ্তাহ আগে
শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

 

শ্রম উপদেষ্টা বলেন, সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় শ্রম মন্ত্রণালয়রি পক্ষ থেকে কমিটি গঠন করা হবে। ওই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে। আমাদের আর্থসামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায় তার সবই করা হবে।

 

মন্ত্রণালয় দ্রুততম সময়ে সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নে আগ্রহী জানিয়ে উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা কী বললেন, তার জন্য অপেক্ষা না করে আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করব। আগামীকাল থেকেই কাজ শুরু করব। আমরা যদি ডিসেম্বরকে ধরে আগাই তাহলে তো নভেম্বর থেকে শুরু করতে হবে। ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায় সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

 

আরও পড়ুন: বাস্তবায়ন হয়নি ন্যূনতম মজুরি, শান্তিতে নেই শ্রমজীবীরা: নজরুল ইসলাম খান

 

এ সময় শ্রমিকদের জন্য আলাদা মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা সাখাওয়াত।

 

এদিকে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের আইনগত সুরক্ষা, মাতৃত্বকালীন সুরক্ষা ও রেশন নিশ্চিত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা অধিদফতর ও কর্মসংস্থান অধিদফতর গঠনের সুপারিশ করা হয়েছে।

 

আরও পড়ুন: পাঁচ সংস্কার কমিশনের ৫ শতাধিক প্রস্তাবে একমত বিএনপি

 

সুপারিশ বাস্তবায়নে তাগিদ দিয়ে তিনি আরও বলেন, আমরা ফাইলবন্দি কোনো প্রতিবেদন করতে চাই না। এটা বাস্তবায়নের জন্য একত্রে কাজ করতে চাই। একজন মানুষের মানসম্মত জীবনযাপনের জন্য যে বেতন প্রয়োজন সেটা নিশ্চিত করতে চাই। 

]]>
সম্পূর্ণ পড়ুন