রোববার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামীকাল- সোমবার (১০ ফেব্রুয়ারি)) প্রধান উপদেষ্টার সাথে বৈঠক আছে, সেখানেই ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে বিএনপি।
নজরুল ইসলাম বলেন,
সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দিবে বিএনপি। আর নির্বাচনের সময় নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কোনো প্রস্তাব দেয়া হয়নি।
বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান ছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। তাদের দায়িত্ব নেয়ার পর এটিই বিএনপি নেতাদের সঙ্গে প্রথম বৈঠক।
আনুষ্ঠানিক বৈঠকে আগে বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরে সাড়ে ৩টায় তারা সভাকক্ষে আনুষ্ঠানিক বৈঠকে বসেন।
বৈঠকে যোগ দেয়ার আগে সালাহউদ্দিন আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতে এখানে আসা। সংসদ নির্বাচন সংক্রান্ত কমিশনের কাজকর্মের বিষয় সম্পর্কে আমরা অবহিত হতে চাই।
]]>