সংস্কার আর বিচার দৃশ্যমান হলে কালই নির্বাচন দিন: রেজাউল করীম

১ সপ্তাহে আগে
সংস্কার আর বিচার দৃশ্যমান হলে কালই নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, ভবিষ্যতে ফ্যাসিবাদের জন্ম ঠেকাতে দেশের নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। ৯২টি দেশে এই পদ্ধতি চালু আছে। সীমাবদ্ধতা কথা থাকলেও পিআর থেকে সেসব দেশ সরে আসেনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) হাজারীবাগে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।


রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি। ৫৩ বছর স্বাধীনতার পরেও দেশের মানুষের চিন্তা ও আকাঙ্ক্ষা ও পূর্ণ করতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিগত সময়ে ৫ বার দুর্নীতিতে প্রথম হয়েছে দেশ। দেশ থেকে পাচার হয়ে গেছে লাখ কোটি টাকা। দেশে আয়নাঘর কায়েম হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। শতশত ভাইয়েরা চোখ হারিয়েছে। ৫৩ বছর পর দেশ পরিবর্তনের সুযোগ এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি কাজ- সংস্কার, বিচার ও নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই নির্বাচন ঘোষণা করেছে।


আরও পড়ুন: নতুন করে ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে মানুষ বুঝে গেছে: চরমোনাই পীর


তিনি অভিযোগ করে বলেন, ইসলামী আন্দোলন নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, এমন মিথ্যাচার হচ্ছে। সংস্কার আর বিচার দৃশ্যমান হলে কালই নির্বাচন দিন।


নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই সনদে পিলখানা আর শাপলা হত্যাকাণ্ডের ইতিহাস সংযুক্ত করার দাবিও জানান চরমোনাই পীর।

]]>
সম্পূর্ণ পড়ুন