সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আইনি নোটিশ

৩ সপ্তাহ আগে
বগুড়ায় ওয়ান ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে ফয়সাল হোসাইন সনি নামে এক সাংবাদিককে আইনি নোটিশ দেয়া হয়েছে। সনি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় কাজ করেন।

একই সঙ্গে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককেও নোটিশ দেয়া হয়েছে। সংবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করে পুনরায় সংবাদ প্রকাশ না করলে আদালতে মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

সম্প্রতি বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি বগুড়া শাখার ম্যানেজার (অপারেশন) মাহবুব উল আলমের পক্ষে আইনি নোটিশ দেন বগুড়া জর্জ কোর্টের আইনজীবী বিজন কুমার সাহা।

 

গত ১ জুন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় ‘ব্যাংক কর্মকর্তা করেন সুদের ব্যবসা, ভুক্তভোগীকে প্রাণনাশের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পত্রিকাটির সাংবাদিক ফয়সাল হোসাইন সনি বলছেন, অভিযোগকারী ও সেই ব্যাংক কর্মকর্তার মন্তব্য নিয়ে যথাযথ নিয়ম মেনে সংবাদ প্রকাশ করা হয়েছে।

 

আরও পড়ুন: রাজশাহীর নন্দনগাছী স্টেশনে ২ মিনিট থামবে কমিউটার ট্রেন

 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৯ মার্চ ওয়ান ব্যাংক কর্মকর্তা মাহবুব উল আলমের বিরুদ্ধে বগুড়ার বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ করেন বগুড়া বিসিক শিল্প নগরীর উত্তরা মেটাল ইন্ডাস্ট্রিজের চারজন উদ্যোক্তা। তারা হলেন আব্দুল জলিল ভূঁইয়া, সাহিদুর রহমান, নাহিদ হাসান ও মতিউর রহমান।

 

তাদের অভিযোগ, কয়েকজন অংশীদার মিলে ব্যাংক কর্মকর্তার কথা মতো টাকার জায়গা ফাঁকা রেখে স্বাক্ষর করা চেক জমা দিয়ে উচ্চ সুদে লোন নিয়েছেন। টাকা কিছুটা পরিশোধ করলেও এখনও বকেয়া আছে।

 

এ ব্যাপারে বগুড়ার ওয়ান ব্যাংক কর্মকর্তা মাহবুব উল আলম বলেন, জমি কিনে দেয়ার কথা বলে তার কাছ থেকে আব্দুল জলিল ভূইয়া ১০ লাখ টাকা নিয়ে আত্মসাতের চেষ্টা করেন। 

 

আরও পড়ুন: আ. লীগ নেতা মঞ্জু হত্যা: প্রধান আসামি টুমন ঢাকায় গ্রেফতার

 

তিনি আরও বলেন, দফায় দফায় তাগাদা দেয়ার পর তিন লাখ টাকা পরিশোধ করেন। বাকি সাত লাখ টাকার চেক ধরিয়ে দেন। কিন্তু পত্রিকায় প্রকাশিত সংবাদে ঘটনা যাচাই ছাড়াই তাকে দাদন ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়েছে। এতে তার সম্মানহানি হয়েছে।

 

সাংবাদিক ফয়সাল হোসাইন সনি বলেন, ‘নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই রিপোর্টটি করা হয়েছে। কেউ যদি আইনিভাবে মোকাবিলা করতে চাই, আমিও সেটা আইনিভাবেই মোকাবিলা করব।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন