গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বুধবার (২৩ জুলাই) সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনার আহত হওয়া যা সূত্রপাত।
সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৫ জন থাই নাগরিক নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। অন্যদিকে কম্বোডিয়ায় একজন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এছাড়া থাইল্যান্ডে এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে থাই স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ কি সর্বাত্মক যুদ্ধে মোড় নেবে?
এদিকে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া দুই দেশের মধ্যে সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তবে সংঘাত বন্ধে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড।
শুক্রবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা বলেন, ‘আমি মনে করি না আমাদের এখনও তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন আছে।’