শ্রেণি, শোক ও সংগ্রামের কাহিনি ‘হাজার চুরাশির মা’

১ সপ্তাহে আগে
উপন্যাসে সমাজকে দেখানো হয়েছে বহুমুখী ভণ্ডামিতে পূর্ণ। সুজাতা বলেন, যে সমাজে নগ্ন শরীর লজ্জার নয়, বরং সহজ আবেগই লজ্জার, সেই সমাজে মানবিকতা হারিয়ে যায়। সম্পর্কগুলো ভেতরে–ভেতরে বিষিয়ে গেলেও সবাই মধুর মুখোশ পরে থাকে। অন্যদিকে একই সমাজ ক্ষুধার্তদের অন্ন কেড়ে নিয়ে ক্ষমতাবানদের ভোগবিলাস নিশ্চিত করে।
সম্পূর্ণ পড়ুন