শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিভ্রাট ঘটাল বানর

১ মাস আগে
শ্রীলঙ্কায় দ্বীপজুড়ে ব্ল্যাকআউট তথা বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনে একটি বানর ঢুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

এএফপির এক প্রতিবেদন মতে, রোববার (৯ ফেব্রুয়ারি) কলম্বোর একটি শহরতলিতে একটি বানর বিদ্যুৎ গ্রিডের সংস্পর্শে এলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। স্থানীয় সময় সকাল ১১:৩০ টার দিকে পুরো গ্রিডটি বিকল হয়ে যায়। তবে কয়েক ঘন্টা পর বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়।

 

কিছু এলাকা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন ছিল। এক কর্মকর্তা বলেন, জনগণকে সতর্ক করা হয়েছিল যে পানীয় জল সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

আরও পড়ুন: মিয়ানমার থেকে কর্মী নিয়োগ বন্ধের ইঙ্গিত সিঙ্গাপুরের

 

বিদ্যুৎমন্ত্রী কুমারা জয়কড়ি বলেন, ‘কলম্বোর পানাদুরায় বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনের সংস্পর্শে একটি বানর এসে পড়ে।’ মন্ত্রী বলেন, এক ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের পর জাতীয় হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন