পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া টেস্ট সিরিজে ব্যাট এবং বল হাতে দাপট দেখিয়ে সিরিজসেরা হয়েছিলেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজেও দলের অন্যতম সেরা পারফর্মার তিনি। তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদটাও বয়ে এনেছেন মিরাজই।
লঙ্কান ডেরায় টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া-ভারতের মতো দলগুলোকেও এখানে ম্যাচ জিততে হিমশিম খেতে হয়। আর বাংলাদেশের বর্তমানে যা পারফরম্যান্স; তাতে আত্মবিশ্বাসটা যে একদমই তলানিতে সেটা বলাই যায়। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে মিরাজের জ্বর। যেটার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আগামী মঙ্গলবার (১৭ জুন) থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। তবে ম্যাচের দুদিন আগেও অনুশীলনে নামতে পারেননি মিরাজ। শুরুতে এই বিষয় নিয়ে বেশ কৌতূহল তৈরি হলেও কোচ ফিল সিমন্স নিজেই জানিয়েছেন জ্বরে আক্রান্ত মিরাজ।
আরও পড়ুন: দায়িত্ব পেয়েই আশার কথা শুনালেন মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে আজ আজ (১৫ জুন) গলে প্রথমবার অনুশীলনে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। অনুশীলনে দেখা গেছে নাহিদ রানা ও জাকের আলিদেরও। তবে ছিলেন না মিরাজ। তাই কোচ সিমন্সকে এই নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে গণমাধ্যমের সামনে।
অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স জানান, 'হ্যাঁ মিরাজের জ্বর, তবে গত কয়েক দিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে।' আগামীকাল থেকে মিরাজ অনুশীলনে ফিরবেন বলে আশা সিমন্সের, 'আশা করি কাল সে প্র্যাকটিস করতে পারবে।'
মিরাজের অনুপস্থিতি দলের জন্য বড় চিন্তার কারণ বলে মনে করেন সিমন্স। তবে এখানেও ইতিবাচকতা খুঁজে নিয়েছেন কোচ। মিরাজের বিষয়ে কথা বলতে গিয়ে কোচ বলেন, 'মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।'
]]>