বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী কলম্বোর পূর্বে হাবারানায় দুর্ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, আহত দুটি হাতিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যপ্রাণী দুর্ঘটনা বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
আরও পড়ুন:যে কারণে নাগরিকদের শ্রীলংকা ছাড়তে বলল ইসরাইল
শ্রীলঙ্কায় হাতির পালের সাথে ট্রেনের সংঘর্ষ অস্বাভাবিক নয়, যেখানে মানুষ-হাতির সংঘর্ষে উভয় পক্ষের হতাহতের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।
স্থানীয় মিডিয়া অনুসারে, গত বছর মানুষ-হাতির সংঘর্ষে মোট ১৭০ জনেরও বেশি মানুষ এবং প্রায় ৫০০ হাতি মারা গিয়েছিল।
এছাড়া এক বছরে প্রায় ২০টি হাতি ট্রেনের ধাক্কায় মারা গেছে।
এ বিষয়ে অনেকে ট্রেন চালকদের গতি কমাতে এবং ট্রেনের হর্ন বাজিয়ে রেললাইনের আশপাশে থাকা প্রাণীদের সতর্ক করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:ডেঙ্গু মশা কমাতে ফিলিপিন্সের গ্রামে অভিনব উদ্যোগ
২০১৮ সালে, হাবারানায় একটি গর্ভবতী হাতি এবং তার দুটি বাচ্চা ট্রেনের ধাক্কায় মারা যায়। ট্রেনের লাইন পারাপারের সময় একটি হাতির পালের সঙ্গে তারাও ছিল।