শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১ দিন আগে
দুটি ৩ দিনের ম্যাচ এবং ৩টি ওয়ানডে খেলতে চলতি মাসে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। এই সফরের জন্য মঙ্গলবার (১৯ নভেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চলতি মাসের ২১ নভেম্বর সিরিজটি খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশের যুবারা। ১৬ সদস্যের দলের সঙ্গে ৪ জন রিজার্ভ ক্রিকেটারও যাবেন দলের সঙ্গে। 

 

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৬, এবং ২৮ নভেম্বর। সাদা পোশাকের সিরিজে প্রথম ম্যাচ হবে ১ থেকে ৩ ডিসেম্বর। ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় এবং তিন দিনের ম্যাচ।

 

আরও পড়ুন: অ্যান্টিগায় মুরাদের হ্যাটট্রিক, ভালো প্রস্তুতি সারল বাংলাদেশ

 

সিরিজে যুবা দলের কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান।  

 

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল:

ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, এহসানুল হক মাহিম, রাকিবুল হাসান, রকিব খান, মাহিনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি, সৌরভ কর্মকার।

স্ট্যান্ডবাই- এহসানুল মুমিন, মুবাচ্ছির ইসলাম মুনিম, ফাইয়াজ রহমান, কাউসার আহমেদ।

]]>
সম্পূর্ণ পড়ুন