শ্রীমঙ্গলে আবারও বিদ্যুতের তারে জড়িয়ে লজ্জাবতী বানরের মৃত্যু

১ সপ্তাহে আগে
মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও বিদ্যুতের তারে জড়িয়ে বিরল ও বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সন্ধ্যার দিকে সাইটুলা খামার প্রজেক্ট-২ এর ম্যানেজার বানরটি বিদ্যুতের তারে ঝুলে থাকার খবর দেন। পরে তিনি পরিবেশকর্মী রাজদীব দেব ও লিটন দেবকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগকে অবহিত করেন। কিছু সময় বিদ্যুৎ লাইন বন্ধ রেখে মৃত বানরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে মৃত বানরটিকে জানকীছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পরবর্তীতে মাটিচাপা দেয়া হবে।

 

আরও পড়ুন: ‘মিটিংয়ে ব্যস্ত’ বিদ্যুৎ বিভাগ, ৪০ মিনিট তারে ঝুলে ঝলসে গেল লজ্জাবতী বানর

 

প্রাপ্ত তথ্যে জানা যায়, মৃত লজ্জাবতী বানরটির গলায় একটি ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। বন বিভাগ জানিয়েছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরের গতিবিধি পর্যবেক্ষণের জন্য গবেষক দলের পক্ষ থেকে এ ডিভাইস পরানো হয়েছিল।

 

স্বপন দেব সজল আরও জানান, লাউয়াছড়া উদ্যানে বন্যপ্রাণীর খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে তারা লোকালয়ে প্রবেশ করছে এবং নানা দুর্ঘটনায় মারা যাচ্ছে।

 

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়ায় একইভাবে বিদ্যুতের তারে জড়িয়ে আরেকটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন