সোমবার (৪ আগস্ট) দুপুরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল খবর পেয়ে এ লজ্জাবতী বানরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গলের নোয়াগাঁও হাওড় এলাকার সাইটোলা খামার বাড়িতে হঠাৎ এ লজ্জাবতী বানরটি খামারের শ্রমিকদের চোখে পড়ে। এতে শ্রমিকরা ভয়ে অপরিচিত এ প্রাণীটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এ খবর তাদের কাছে পৌঁছালে সেবা ফাউন্ডেশনের পরিচালক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এটি একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর বলে পরিচয় করিয়ে দেন। তারপর বানরটি উদ্ধার করে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত ডলফিন
স্বপন দেব সজল জানান, খাদ্য সংকটে এ লজ্জাবতী বানরটি লোকালয়ে বেড়িয়ে হাওড় এলাকায় এসেছে। বিপন্ন প্রজাতির এ বানর দিনের আলোয় দেখতে পায় না। তারা রাতের আঁধারে চলাচল করে।