রোববার (৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এসময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাইদুল ইসলাম জানান, রোববার বিকেলে মাওনা চৌরাস্তার নিউ আল রাজি হাসপাতালে নানা অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হাসপাতালটির ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ অন্যান্য লাইসেন্স, লিখিত ভাবে চিকিৎসক নিয়োগ না দেয়া, ডিপ্লোমা নার্সের পরিবর্তে এসএসসি পাম কর্মীকে দিয়ে নার্স হিসেবে মৌখিক নিয়োগ দেয়া হয়। অব্যবস্থপনা, লাইসেন্স না থাকায় তাদের প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আগামী দুই মাসের মধ্যে যাবতীয় কাগজপত্র সম্পন্ন করবেন বলে মুচলেকা দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: গাজীপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষ
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম বলেন, হাসপাতালকে সময় দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স দাখিল না করলে হাসপাতালটি সিলগালা করা হবে।
উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) ওই হাসপাতালটিতে এক নবজাতকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই ওই নবজাতক মারা যায়।
]]>
২২ ঘন্টা আগে
২





Bengali (BD) ·
English (US) ·