পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে যৌথবাহিনী ৪৫ জনকে আটক করেছে। শনিবার (১৪ জুন) দুপুরে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় ডিজাইনটেক্স নীটওয়ার কারখানায় চার হাজার শ্রমিক কাজ করেন। গত ৪ জুন কারখানা কর্তৃপক্ষ ১০ জন শ্রমিককে কারখানার মূল গেইটে আটকিয়ে ছাঁটাই করেন। ঈদের ছুটির পর শনিবার সকালে কারখানা চালু হলে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় তারা কারখানা মালিককে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য নানা স্লোগান দেয়।
উত্তেজিত শ্রমিকদের শিল্প পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা বোঝানোর পরেও শ্রমিকেরা কারখানার গেইট না খুললে একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌনে ১ টায় কারখানার গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের কারখানার বাইরে বের করে দেয়। শ্রমিকেরা কারখানার বাইরে বের হয়ে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারলে পুলিশ ও সেনাবাহিনী বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ও সেনাবাহিনী ৪৫ জন আন্দোলনকারী শ্রমিককে আটক করে।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় তারা মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখান থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।