শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব আব্দুর রহমান

১ সপ্তাহে আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে এ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  এ  বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে  একটি প্রজ্ঞাপন জারি করা হয়।  

 

 প্রজ্ঞাপন  বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া  হলো।

 

আরও পড়ুন: ১৫ সেপ্টেম্বর থেকে ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ হবে: ইসি সচিব

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন