ইন্দিরা আইভিএফ হাসপাতালের মালিক ও চিকিৎসক ডা. অজয় মুরদিয়ার সঙ্গে ৩০ কোটি রুপির প্রতারণার দায়ে বলিউডের এ খ্যাতিমান পরিচালক রোববার (৭ ডিসেম্বর) গ্রেফতার হন।
শুধু নির্মাতাই নয়, তার স্ত্রী শ্বেতাম্বরি ও আরও ছয়জনকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের ৭ দিন আগে তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ (বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা) জারি করে আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ২০ দিন আগে উদয়পুরে ৩০ কোটি রুপির প্রতারণার অভিযোগে একটি এফআইআর দায়ের হয়। অজয়ের এফআইআরে বিক্রম ভাট ও শ্বেতাম্বরি ভাটসহ আটজনের নামে অভিযোগ তোলা হয়।
অভিযোগে বলা হয়, অজয় তার স্ত্রীকে নিয়ে একটি বায়োপিক বানাতে চেয়েছিলেন। সে কারণে সাহায্যের জন্য দিনেশ কাটারিয়ার সঙ্গে যোগাযোগ করে তিনি গত বছরের ২৫ এপ্রিল মুম্বাইয়ের বৃন্দাবন স্টুডিওতে যান। সেখানেই কাটারিয়া তার সঙ্গে পরিচয় করিয়ে দেন পরিচালক বিক্রম ভাটের।
জানা যায়, বায়োপিক নির্মাণের জন্য পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরি ভাট অজয়কে রুপি পাঠাতে বলেন। একই সঙ্গে বায়োপিক থেকে ২০০ কোটি রুপি আয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধও করেন।
আরও পড়ুন: আইনি বিয়ের পর সাতপাক ঘুরলেন সারা খান
পরিচালকের কথা মতো রুপি দিতে শুরু করেন অজয়। সে আর্থিক লেনদেনেই জটিলতা তৈরি হলে পরিচালক ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগ তোলেন অভিযোগকারী।
আরও পড়ুন: আরিয়ানের অশালীন অঙ্গভঙ্গিতে উত্তাল নেটদুনিয়া
এদিকে নির্মাতাকে গ্রেফতারের পর রাজস্থান পুলিশ বান্দ্রা আদালত থেকে ট্রানজিট রিমান্ড চায়। সোমবারের (৮ ডিসেম্বর) মধ্যে নির্মাতাকে উদয়পুরে নিলেই শুরু হবে তার জিজ্ঞাসাবাদ। এ মামলার তদন্ত করছে ভোপালপুরা পুলিশ।
]]>
২২ ঘন্টা আগে
২





Bengali (BD) ·
English (US) ·