শ্যামনগরে সুন্দরবনের দুই জলদস্যু অস্ত্রসহ আটক

২ সপ্তাহ আগে
সাতক্ষীরার শ্যামনগরে নজির গাজী (৪৯) ও দিদারুল ইসলাম (৩৮) নামে দুই জলদস্যুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) রাত সাড়ে নয়টা ও ১১টার দিকে উপজেলার উপকূলবর্তী যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটক দুই জলদস্যুর দেয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।


সোমবার রাতে সুন্দরবন থেকে লোকালয়ে উঠে আসার সময় স্থানীয়দের ধাওয়ার মুখে অপর কয়েক সহযোগীসহ এসব জলদস্যু ছত্রভঙ্গ হয়ে যায়। আটককৃতরা যথাক্রমে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের নওশাদ গাজী এবং আশাশুনি উপজেলার চাকলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।


স্থানীয়রা জানায়, ওইদিন  রাতে অপরিচিত পাঁচ/সাত জন ব্যক্তি সুন্দরবন তীরবর্তী যতীন্দ্রনগর বাজারে পৌঁছায়। এসময় নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য তারা মাইক্রো বা ভাড়ায় চালিত মোটর সাইকেলের জন্য কথা বলছিল। এক পর্যায়ে সন্দেহ হলে তাদের  নাম-পরিচয়সহ সুন্দরবন এলাকায় আসার কারণ জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় যতীন্দ্রনগর বাজারে উপস্থিত লোকজন ধাওয়া করে নজীরকে আটকের পর পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: সাবেক এমপির বাড়ি থেকে মাদক-অস্ত্র উদ্ধার, ছেলে আটক

পরবর্তীতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনাস্থলে পৌঁছে নজীরকে আটকের পাশাপাশি তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের ব্যবহৃত মাছ শিকারের নৌকার মধ্যে থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করে।


এদিকে স্থানীয়রা জানান, জোনাব বাহিনী এখন সুন্দরবনে খুব বেশী তৎপর না। তবে নজীর, তার ভাই নবাব ও ছেলে আব্দুর রহিম এবং মুন্সিগঞ্জ আটিরউপর এলাকার আছাদুলসহ কয়েকজনকে নিয়ে জোনাব নামে সুন্দরবনে দস্যুতা চালিয়ে যাচ্ছে । সোমবার রাতে নজীর আলীকে আটকের পরপরই তার ছেলে আব্দুর রহিম ও ভাই নবাব ঘটনাস্থল থেকে সটকে পড়েন।


স্থানীয়দের ধাওয়ার মুখে যতীন্দ্রনগর এলাকা থেকে পালিয়ে যায় অপর জলদস্যু কাজল মুন্না ও ফজলুর রহমান ফজলু। তারা ইতিপুর্বে মুন্না বাহিনীর নামে সুন্দরবনে দস্যুতা চালাতো। মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার এক পরিবহন ব্যবসায়ীর নৌকার জেলে হিসেবে দিদারুল সুন্দরবনে প্রবেশ করে বলেও জানায় তারা। এসব গ্রামবাসীরা জানায় প্রতিটি জেলে নৌকা সুন্দরবনে প্রবেশ করে একাধিকবার জলদস্যুদের কবলে পড়লেও ওই পরিবহন ব্যবসায়ীর নৌকা থেকে কখনো জেলে উঠিয়ে নেয়ার ঘটনা শোনা যায়নি।


অস্ত্র উদ্ধারসহ দুই জলদস্যুকে আটকের বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির মোল্যা জানান, নজীরের দেয়া তথ্যে নৌকায় থাকা ককসিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার হয়েছে। আটকের পর উভয়কে শ্যামনগর থানায় নেয়া হয়েছে। তারা মাছ শিকারীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও দস্যুতার আইনে দুটি মামলা দায়ের হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন