শ্বাসকষ্টে আক্রান্ত শিশুকে মাঝনদী থেকে হাসপাতালে নিল কোস্ট গার্ড

৩ সপ্তাহ আগে
মেঘনা নদীতে চলন্ত যাত্রীবাহী লঞ্চে শ্বাসকষ্টে আক্রান্ত এক তিন মাসের শিশু অক্সিজেন শেষ হয়ে গেলে খবর পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় মাঝনদীতে এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার মো. সবুজ মিয়া ও তার স্ত্রী লিজা আক্তার তিন মাস বয়সী অসুস্থ শিশুকে নিয়ে ঈদের ছুটি শেষে ঢাকার উদ্দেশ্যে এমভি কর্ণফুলী-৩ লঞ্চে রওনা দেন। শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়েছিল। কিন্তু মাঝনদীতে এসে অক্সিজেন শেষ হয়ে যায়।

 

এই অবস্থায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বাবা-মা অসহায় হয়ে পড়েন। তখন লঞ্চের চালক নদীতে টহলরত কোস্ট গার্ডের একটি স্পিডবোট দেখে সাহায্য চান।

 

আরও পড়ুন: চাঁদপুরে সেনাবাহিনীর হাতে ডাকাত আটক

 

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম উল হক জানান, খবর পাওয়ার পর কোস্ট গার্ড সদস্যরা দ্রুত লঞ্চ থেকে শিশু ও তার বাবা-মাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটিকে অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসায় শিশুটি কিছুটা সুস্থ হয়ে উঠলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, শিশুর বাবা-মা দুজনই ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটি শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন