পাকিস্তানের দল থেকে বাবর আজম ও রিজওয়ানকে বাদ দেয়ার পর সালমান আঘাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। এর আগে আঘা ছিলেন সহ-অধিনায়ক। তবে অধিনায়ক হওয়ার পর নিজেকে এখনও মেলে ধরতে পারেননি তিনি। যার কারণেই সমালোচনার মুখে পড়েছেন আঘা।
ভারতের বিপক্ষে পাকিস্তানের হারের পর তো সালমান আঘাকে শূলে চড়ালেন কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তার মতে দলের সবচেয়ে দুর্বল খেলোয়াড় অধিনায়কই।
এক ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে শোয়েব আখতার বলেন, ‘অধিনায়ক হিসেবে তাকে দেখে মনে হয় না, সে কী করছে, সেটা সে জানে। সে কেমন অধিনায়কত্ব করছে, পারফরম্যান্সই–বা কেমন? এটাই দুর্বলতম দিক এবং কেউ এটা নিয়ে কথা বলছে না। সে যে জায়গায় ব্যাট করছে, সেটার কি যোগ্য? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। দলে আসলে তার কাজটা কী?’
আরও পড়ুন: পাকিস্তানের খেলা দেখা কঠিন: ওয়াসিম আকরাম
শোয়েব আরও বলেন, ‘ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সে কী করে? তিলক (বর্মা) কিংবা হার্দিকের (পান্ডিয়া) সঙ্গে তুলনা করুন। কোনো তুলনাই চলে না। মানলাম সে হয়তো ‘‘ভালো ছেলে’’, কারও কারও চোখে সে হয়তো ‘‘ভালো অধিনায়ক’’ও। কিন্তু অবদানটা কী? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। দলে সে-ই দুর্বলতম দিক।’
শোয়েবের মতে, ‘অধিনায়কই দলের দুর্বলতম দিক। দলে সে তার যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। সবচেয়ে বড় কথা, কোচকে সঙ্গে নিয়ে দল নির্বাচনে সে ভুল সিদ্ধান্ত নেয়। কীসের ভিত্তিতে তারা দল নির্বাচন করছে, সেটাই আমার মাথায় ঢোকে না। সব দোষ ম্যানেজমেন্টের।’