শেষমেশ নিষেধাজ্ঞার জালেই মেসি

১ দিন আগে
গুঞ্জন আগে থেকেই ছিল, লিগের নিয়মও বলছিল তাই। তারপরও আশা ছিল, কর্তৃপক্ষকে পাশে পাবেন খেলোয়াড়রা। কিন্তু বিশ্ব সেরা তারকা হয়েও নিয়মের মধ্যে দিয়ে-ই যেতে হলো লিওনেল মেসিকে।

অলস্টার গেমে অংশ না নেয়ায় আর্জেন্টাইন তারকাকে এক ম্যাচে নিষেধাজ্ঞা দিলো মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। তার সঙ্গে শাস্তি পেলেন জর্দি আলবাও। ফলে এই দুই তারকাকে এমএলএসে নিজেদের পরবর্তী ম্যাচে পাচ্ছে না ইন্টার মায়ামি।

 

শাস্তির বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২৫ জুলাই) রাতে লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মেজর লিগ সকারের অলস্টার গেমে অংশ না নেয়ায় জর্দি আলবা ও লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে পরবর্তী ম্যাচে এফসি চিনচিনাটির বিপক্ষে খেলতে পারবে না। লিগের নিয়মানুযায়ী, পূর্ব অনুমতি ছাড়া যে সকল খেলোয়াড় অলস্টার গেমে অংশ নেবে না, তারা লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবে না।

 

প্রতি বছর মেক্সিকান লিগের সেরা তারকাদের নিয়ে গঠিত লিগা এমএক্স অলস্টারের বিপক্ষে ম্যাচ খেলে থাকে যুক্তরাষ্ট্রের লিগের সেরা তারকাদের নিয়ে গঠিত এমএলএস অলস্টার। বৃহস্পতিবারের (২৪ জুলাই) ম্যাচটির জন্য মিডিয়া ও সমর্থকরা ভোট দিয়ে মেসি ও আলবাকে নির্বাচিত করেছিল। কিন্তু ম্যাচের দিন যোগাযোগ করে জানতে পারে তারা খেলবে না। কারণটা অবশ্য স্পষ্ট। টানা খেলার ধকলের মধ্যে থাকায় এ ম্যাচ থেকে নিজেদের বিরত রাখেন তারা।  ৩৮ বছর বয়সী মেসি গত ২৭ দিনের মধ্যে ৯ ম্যাচ খেলেছেন। ক্লাব বিশ্বকাপে খেলেছেন ৪ ম্যাচ এবং মায়ামির হয়ে খেলেছেন ৫ ম্যাচ। প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট মাঠে ছিলেন মেসি।

 

আরও পড়ুন: বার্সেলোনাকে আমার নিজের ঘরের মতো মনে হচ্ছে: রাশফোর্ড

 

সাধারণত চোটে থাকলে এমএলএস অলস্টারের ম্যাচটি এড়ানোর সুযোগ থাকে খেলোয়াড়দের। তবে মেসির কোনো চোট ছিল না, সেটা আগেই নিশ্চিত করেছিলেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। কিছু সমস্যা ছিল আলবার। তবে দুজনেই যোগ দিয়েছেন মায়ামির অনুশীলনে। কিন্তু টানা খেলার ধকলের বিষয়টিও মাথায় রাখতে বলেছেন মাশ্চেরানো। অলস্টারের গেমটি এমন সময় আয়োজনের পরামর্শ দিয়েছেন, যখন সূচির ব্যস্ততা থাকবে না।

 

মাশ্চেরানো বলেন, ‘মেসি যতগুলো ম্যাচ এবং মিনিট খেলেছে তাতে স্বাভাবিকভাবে কিছুটা অস্বস্তি আছে। দেখেন, খেলোয়াড়দের সবসময় অস্বস্তি অনুভব হয়। বিশেষ করে যখন প্রতি তিন দিনে তাদের একটি ম্যাচ খেলতে হয়। এমন আয়োজন (অলস্টার গেম) লিগের জন্য ভালো। তবে সূচির ব্যস্ততার মধ্যে এমন ম্যাচ রাখা উচিত নয়। শেষ পাঁচ ম্যাচের চারটি-ই আমরা অ্যাওয়েতে গিয়ে খেলেছি। দেখা যাচ্ছে, প্রতি তিন দিনেই আমরা একটি ম্যাচ খেলছি। এর মধ্যে ছুটির দিনে অলস্টার গেম। একদিন পরই অনেক খেলোয়াড়ের ম্যাচ লিগ ম্যাচ আছে। ফলে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না। সুতরাং আমাদের ভাবতে হবে খেলোয়াড়রা ফুটবলের নাকি ফুটবল খেলোয়াড়দের অন্তর্গত। খেলোয়াড়রা ছাড়া এটার অস্তিত্ব নেই।’

 

আরও পড়ুন: সমর্থকের সঙ্গে বাগবিতণ্ডা, ক্ষোভে সান্তোস ছাড়ার ইঙ্গিত নেইমারের

 

এমএলএসের কমিশনার ডন গার্বারও অবশ্য মেসিদের পাশে থাকার কথা জানিয়েছেন। তবে দোহায় দিয়েছেন লিগ নিয়মের। তিনি বলেন, ‘আমি জানি লিওনেল মেসি লিগটিকে ভালোবাসেন। আমি মনে করি না, মেসির মতো করে কেউ বা কোনো খেলোয়াড়, মেজর লিগের জন্য এত কিছু করছে । মায়ামির প্রতি তার প্রতিজ্ঞার বিষয়টি আমি বুঝতে পেরেছি এবং তার সিদ্ধান্তর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে, অলস্টার গেমে অংশ নেয়ার বিষয়ে আমাদের নিয়মটি দীর্ঘ সময়ের এবং এটি আমাদের বাস্তবায়িত করতে হয়েছে। এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল।’

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন