শুরুতে ফর্টিস এফসি এগিয়ে গেলো। পরে সেই ধাক্কা সামলে নিয়ে মোহামেডান সমতায় ফিরলো। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরতি পর্বের ম্যাচে কোনও দলই তিন পয়েন্ট পেলো না। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ এ। অন্য ম্যাচটিতে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নও গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।
কিংস অ্যারেনাতে শুরু থেকে মোহামেডানকে চেপে ধরে ফর্টিস। অষ্টম মিনিটে ইসা জালোর দূরপাল্লার শট যায় ক্রসবারের... বিস্তারিত