সোমবার (৭ এপ্রিল) নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন গোলাপ হোসেন নামে শ্রীবরদী উপজেলার এক ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে আদালতের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু নিলামে কিনে নেন শ্রীবর্দী উপজেলা ব্যবসায়ী গোলাপ হোসেন। নিলামে বিক্রয় করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লাখ টাকা চাঁদাদাবি করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির বিএনপি নেতাকে শোকজ
পরবর্তীতে মাসুদ রানা বদলী হয়ে বকশীগঞ্জ উপজেলায় চলে গেলে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে চাঁদার ওই টাকা না দিলে বালু বুঝিয়ে দিচ্ছেন না বলে দাবি করেন ব্যবসায়ী গোলাপ হোসেন।
সোমবার (৭ এপ্রিল) নালিতাবাড়ীর সিআর আমলি আদালতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানকে বিবাদী করে ৬ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ তুলে মামলা দায়ের করেন ভুক্তভোগী গোলাপ হোসেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে রেস্টুরেন্ট দখলে নিয়ে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার ৪১
পরে বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন আদালত।
বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
]]>