গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত দুই মাস ধরে মানসিক ভারসাম্যহীন এক নারী নালিতাবাড়ী উপজেলার বারোমারী বাজারে ঘোরাঘুরি করতে শুরু করেন। নাম-পরিচয় জানা না গেলেও, মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় বাজারের দোকানিদের সহানুভূতিতে দুই বেলা খাবার যোগাড় হতো ওই নারীর। তিনি রাতে দোকানের বারান্দাসহ বিভিন্ন জায়গায় থাকতেন।
কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালাপানি এলাকার জনু মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫) বাজারে থাকা ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে জানা গেছে। এ সময় বাজারের পাহারাদাররা জালালকে আটক করেন। পরে তাদের ডাকে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে জালালকে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেন।
আরও পড়ুন: ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নালিতাবাড়ী থানার পুলিশ শনিবার (২৮ জুন) রাতে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে থানা হেফাজতে নিয়ে আসে। রোববার (২৯ জুন) নালিতাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে থানা হেফাজতে নিয়ে আসি। শারীরিক পরীক্ষার জন্য তাকে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।’
দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
]]>