শনিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজিপাড়া এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে (শনিবার) আনুমানিক ৯টার দিকে শহরের বটতলা এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতাল থেকে ফিরোজ ও আবেদা দম্পতির চার দিনের কন্যাশিশুটিকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা দল তৎপর হয়ে ওঠে। ইউনাইটেড হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু হয়।
তিনি আরও জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজিপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে নিজের কোলেই রাখেন চাঁদনী বেগম নামের ওই নারী। শিশুটিকে তাৎক্ষণিকভাবে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
আটক চাঁদনী বেগমকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি বলেন, 'এই ঘটনায় কেউ আরও জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।'
স্থানীয়রা জানান, এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে নবজাতককে উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন শিশুর পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে ফিরোজ-আবেদা দম্পতি বলেন, 'আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের দিন ছিল আজ। কিন্তু পুলিশ আমাদের মেয়েকে ফিরে পেয়েছে, এ জন্য আমরা কৃতজ্ঞ।'
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।