শেরপুরে কূপ খননকালে ২ জনের মৃত্যু

৬ দিন আগে
নিজ বাড়িতে পানির অভাব দূর করতে মাটির গভীরে কূপ খনন করার সময় কূপের ভিতর শ্বাসরুদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর শালচূড়া এলাকায় সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নারায়ণ কোচ (৪৫) ও নিরাঞ্জন কোচ (৩৫)। তারা উভয়েই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল কূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।

 

আরও পড়ুন: শেরপুরে ভুট্টাক্ষেত থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার শালচূড়া গ্রামের নীল মোহন কোচের ছেলে নিরঞ্জন কোচের (৩৫) বাড়িতে পানির উৎস হিসেব কূপ খননের কাজ শুরু করেন। কয়েকদিন আগে ওই কূপে সিমেন্টের তৈরি ১৮ টি রিং নামায়। বিকালে আরও ৮টি রিং নামানোর সময় নিরঞ্জন ও তার ভায়রাভাই রাংটিয়া এলাকার নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) কূপের ভিতর নামে।

 

তবে কিছুক্ষণ পর কূপের উপরে থাকা লোকজন তাদের কোন সাড়াশব্দ না পাওয়ায় স্থানীয় যুবক মাহানা কোচ নিজ কমরে রশি বেধে আটকে পড়া দুইজনকে উদ্ধার করতে নামলে তিনিও জ্ঞান হারান। পরে উপরে থাকার অন্যান্যরা মাহানা কোচকে রশি ধরে টেনে উপরে এনে দ্রুত হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনা-পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন