মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানে পরিবেশ অধিদফতর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর সদস্য, শেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা করেন।
আরও পড়ুন: ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে নিচ্ছেন ইটভাটার মালিক!
ভ্রাম্যমাণ আদালতে শেরপুর সদর উপজেলায় অবস্থিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রতিটি ইটভাটাকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ইটভাটাগুলো হলো-বাজিতখিলার সুলতানপুর গ্রামের ‘জিহান জিগজ্যাগ ইটভাটা’, নৌহাটা এলাকার মেসার্স ‘এ এইচ ব্রিকস’, মির্জাপুরের কান্দিপাড়ার ‘মেসার্স মুন ব্রিকস’ ও তাতালপুর এলাকার ‘মেসার্স আর ইউ বি ব্রিকস’।
একই সঙ্গে ইটভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
]]>
৪ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·