বুধবার (৬ আগস্ট) সকালে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন তারা।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবি’র রামচন্দ্রকুড়া বিওপির টহল দল। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তাভর্তি চোরাই মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুই হাজার ৫৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয় এবং চোরাকারবারীদের অবৈধ মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ইয়ামাহা ব্র্যান্ডের একটি মটর সাইকেলও জব্দ করেন বিজিবি’র ওই টহল দল।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টহল দল ভারত থেকে অবৈধ পথে আসা মোবাইল ফোনের প্রায় আড়াই হাজার ডিসপ্লে উদ্ধার করেছে। সেই সঙ্গে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত সব মালামাল নিয়ম অনুযায়ী কাষ্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।