শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন-মৃত সুলতান খান পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বাসিন্দা।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: মৃত্যুমিছিল থামছে না, ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
এরমধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৫৪ জন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে চারজন, পটুয়াখালীতে ২৯ জন, ভোলায় পাঁচজন, পিরোজপুরে ১৭ জন ও ঝালকাঠিতে দুইজন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুটি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ হাজার ৮৯২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৪১৬ জন।
আরও পড়ুন: জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের
পাশাপাশি চলতি বছর গোটা বিভাগে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন, বরগুনায় ১৪ জন এবং পটুয়াখালীকে একজন রোগী মারা গেছেন।
]]>

 ১ সপ্তাহে আগে
                        ৪
                        ১ সপ্তাহে আগে
                        ৪
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·