মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: মার্জিন ঋণের ফাঁদে দেউলিয়া হচ্ছেন বিনিয়োগকারীরা!
মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার বিক্রি করে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা ও তুসার এল কে মিয়াকে ২ কোটি ৫০ লাখ টাকা এবং মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে উক্ত বিধিমালার সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করায় কোম্পানিটির তৎকালীন পরিচালক অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।