শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্যগ্রহণ

১ সপ্তাহে আগে
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে বিশেষ প্রসিকিউটর, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

 

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ৪৯ জনের সাক্ষ্যগ্রহণের মধ্যে দিয়ে এ মামলার সাক্ষ্য শেষ করেন প্রসিকিউশন।

 

এখন পর্যন্ত সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ ও যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন সাক্ষীরা।

 

গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা।

 

এদিকে ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যার মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

 

এছাড়াও উত্তরায় হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরও কয়েকটি মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বদিসহ ৭জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন