শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো দুই মাস

৩ সপ্তাহ আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে আরো দুইমাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মামলায় ১৬ জনকে আদালতে হাজির করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, যাদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আলাদাভাবে আদালতে হাজির করা হয়েছে। এরপর মামলা তদন্ত প্রতিবেদনের জন্য আরো দুইমাস সময় চান প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। আগামী ১৮ই ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও জানতে চেয়েছে আদালত। ‘মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী এবং সাংবাদিক ও সাহিত্যিকসহ শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পূর্ণ পড়ুন