শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সাক্ষীদের দ্বিতীয় দিনের জেরা আজ

১ সপ্তাহে আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজউকের প্লট জালিয়াতির মামলায় সাক্ষীদের দ্বিতীয় দিনের জেরার তারিখ আজ রয়েছে।

সোমবার (০৩ নভেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হবে।

 

এর পাশাপাশি একই অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুই মামলার অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

 

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলা /শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

 

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে মামলাগুলো করে দুদক।

 

এসব মামলায় শেখ হাসিনা ও তার দুই ছেলেমেয়েসহ ৪৭ জনকে আসামি করা হয়। পরে ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন মামলার ৫ নম্বর আসামি রাজউকের সাবেক সদস্য খুরশিদ আলম। এতে সাক্ষীদের জেরা করার অনুমতি পান আসামিপক্ষের আইনজীবীরা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন