শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

১ দিন আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে ভারত কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। 


পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর আগমন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমাপ্রার্থনার বিষয়ে আলোচনা হবে কি না প্রশ্নে তিনি বলেন, একটা ইস্যু আরেকটা বিষয়কে আটকে রাখবে তা আমরা চাই না।  

 

আরও পড়ুন: প্রকৃত অপরাধীদের শায়েস্তা না করলে সবুজ পাসপোর্টধারীদের ভোগান্তি কমবে না: পররাষ্ট্র উপদেষ্টা


১১ আগস্ট প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, অনেক সমস্যাই আমরা দূর করতে পারব।


ভারতের পুশইন বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে পুশইন অব্যাহত রয়েছে। অবৈধ কেউ সেদেশে থাকলে তারা আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। কিন্তু তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনবরত পুশইন করে যাচ্ছে।


ভিসা জটিলতা নিরসনের বিষয়ে তিনি বলেন, সার্টিফিকেট প্রদানকারীদের সমন্বয় করা হচ্ছে। ভুয়া কাগজপত্র নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিশ্বাস হারানো সহজ, ফেরানো কোঠিন। আমরা সেই কঠিন কাজ করছি। 

]]>
সম্পূর্ণ পড়ুন