'শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ আরও ৫৮ ক্যাডেট এসআইকে অব্যাহতি

১ মাস আগে
শৃঙ্খলা ভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমির ৫৮ জন ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর) এ তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা। চলতি বছর শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা এমাসেই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ প্রশাসনে সংস্কারের ক্রমবর্ধমান দাবির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক রূপান্তরের প্রভাব এড়িয়ে পুলিশ সংস্কারকে জাতীয় এজেন্ডা করে আইন প্রয়োগের উন্নতির আহ্বান একটি গুরুত্বপূর্ণ দাবিতে পরিণত হয়েছে। কয়েক দশক ধরে বাংলাদেশ পুলিশের মৌলিক কার্যক্রম মূলত অপরিবর্তিত থাকায় অনেক নাগরিক ও সুশীল সমাজের গোষ্ঠী আরও জনকেন্দ্রিক এবং জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য চাপ দিচ্ছে। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। দুই লাখেরও বেশি কর্মী নিয়ে বাংলাদেশ পুলিশ সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে অক্টোবর মাসে প্রশিক্ষণ শেষ হওয়ার এক মাস আগে একই ব্যাচের ২৫২ জন শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুলিশ সদর দপ্তর এই ব্যাচের ৮০১ জন শিক্ষানবিশ এসআইয়ের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত হয়েছে।
সম্পূর্ণ পড়ুন