কখনও রেফারির সঙ্গে তর্কে জড়ানো, কখনও বা প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে হাতাহাতির ঘটনা, আবার কখনও মারামারিতেও জড়িয়েছেন খেলোয়াড়, কোচ ও ক্লাবের কর্মকর্তারা। এ সব কিছুর দেখা মিলেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দেশের তিন জায়ান্ট আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংসের ম্যাচে এসব নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। এবার মাঠে বিশৃঙ্খলা প্রশমনের পদক্ষেপ নিয়েছে বাফুফে। বিপিএলে বিতর্কিত চার ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন্দ্র করে ৩ ক্লাবকে আর্থিক জরিমানা করেছে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি।
সঙ্গে শাস্তি পেয়েছেন বসুন্ধরার সাদ উদ্দিন ও সোহেল রানা ও আবাহনীর মোহাম্মদ শাহীন। ২ মে কিংস অ্যারেনায় বসুন্ধরার বিপক্ষে আবাহনী ম্যাচে লাল কার্ডের পাশাপাশি ম্যাচ কমিশনারের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান কিংসের সাদ উদ্দিন। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পাশাপাশি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাফুফের সকল টুর্নামেন্টের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। এতে এবারের মৌসুমে সাদকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। একই ম্যাচে কিংসের সোহেল রানা ও আবাহনীর মোহাম্মদ শাহীনের অপেশাদার আচরণের দায়ে তাদের দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে।
আরও পড়ুন: ৩ লাল কার্ডের ম্যাচে বসুন্ধরার জয়
আবাহনী-কিংসের ম্যাচে সমর্থকদের বিশৃঙ্খলা দায়ে দুই ক্লাবকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই দিন কুমিল্লায় প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি ও অবৈধভাবে মাঠে মোহেমডানের সমর্থক ফুটবলারকে মারতে যাওয়ায় ক্লাবটিকে ৫০ হাজার জরিমানা করেছে বাফুফে।
এর আগে গত এপ্রিলে কিংস অ্যারেনায় বসুন্ধরা ও মোহামেডানের ম্যাচে মোহামেডান সমর্থকদের আচরণবিধি ভঙ্গের কারণে ক্লাবটিকে আরও ১ লাখ ২৫ হাজার অর্থদন্ড দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। একই কারণে সে ম্যাচের জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বসুন্ধরাকেও। এছাড়া কুমিল্লায় পুলিশের বিপক্ষে ম্যাচের জন্য আরও ১ লাখ টাকা গুনতে হচ্ছে মোহামেডানকে।
এদিকে বিতর্কিত চার ম্যাচের জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে পুলিশের দানিলো অগাস্তো, মান্নাফ রাব্বি ও মোহামেডানের ইমানুয়েল সানডে ও মোহাম্মদ সুজনকে। এছাড়া অবৈধভাবে মাঠে প্রবেশের জন্য কারণ দর্শানো নোটিশসহ, সিদ্ধান্ত আসা পর্যন্ত নিষেধাজ্ঞায় বসুন্ধরার সহকারী কোচ মাহবুন হোসেন রক্সি। আর বিপিএলে নিষেধাজ্ঞাসহ জরিমানা করা হয়েছে বসুন্ধরা ও মোহামেডানের দুই স্টাফকে।
আরও পড়ুন: প্রথমার্ধে ২ গোলের লিড পেয়েও ড্র করল বাংলাদেশ
অন্যদিকে একের পর এক কিংস অ্যারেনায় সমর্থকদের আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন দর্শকশূন্যভাবে বসুন্ধরার হোম ম্যাচ আয়োজন করা হবে না, সে বিষয়ে সচিবালয় বরাবর লিখিত কারণের নির্দেশ দেয়া হয়েছে।
]]>