শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫’-এর রেজিস্ট্রেশন

৪ ঘন্টা আগে
‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডে পৃথকভাবে অনুষ্ঠিত হতে হবে এই টুর্নামেন্ট। এই আয়োজনে অংশ নিতে পারবে ১৫ থেকে ৪৫ বছর বয়সি সব ফুটবলপ্রেমীরা।

‘জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫’ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্ট শুরু হবে ৬ সেপ্টেম্বর। টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার টাকা। আর রানার্স আপ দল পাবে ৪০ হাজার টাকা। টুর্নামেন্টের এন্ট্রি ফি ৮ হাজার টাকা।  


৬-এ-সাইড ফরম্যাটের টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের ফুটবলাররা অংশগ্রহণ করতে পারবেন না। স্থানীয় প্রতিভার বিকাশ ঘটে এবং ওয়ার্ড পর্যায়ে ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই এ আয়োজন।

No description available. 


আরও পড়ুন: পাকিস্তান সরে যাওয়ায় কপাল খুলছে বাংলাদেশের!


প্রত্যেকটি ওয়ার্ড থেকে নিবন্ধিত দলগুলো একে অপরের মুখোমুখি হবে ম্যাচে, যার মাধ্যমে বাছাই হবে ওয়ার্ড চ্যাম্পিয়ন।


টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮টি ভেন্যুতে। যেখানে স্থানীয় প্রতিভা বিকাশের পাশাপাশি মাঠে ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দেয়া এই আয়োজনের মূল লক্ষ্য। 

]]>
সম্পূর্ণ পড়ুন