শুক্র-শনি খোলা থাকবে বেনাপোল কাস্টমস হাউস

৪ সপ্তাহ আগে
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্র ও শনিবার (১১ ও ১২ জুলাই) বেনাপোল কাস্টমস হাউসের কাজকর্ম চলমান থাকবে।

বাণিজ্যের সঙ্গে জড়িত কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্য সব দফতর খোলা রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ দিন বন্দর থেকে পণ্য খালাস দেয়া হবে।


জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বেনাপোল কাস্টমস হাউস শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনেও খোলা থাকার কথা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম।


বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস নীতি) মো. রইচ উদ্দীন সাক্ষরিত পত্রে জানানো হয়েছে, এসআইকুডা ওয়াল্ড সিস্টেমস ধীরগতির কারণে বেশ কয়েক দিন ধরে আমদানি, রফতানি পণ্য ছাড়করণে বাধাগ্রস্ত হয়েছে। সে ক্ষতি পোষাতে আমদানি, রফতানি নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিন ১১ ও ১২ জুলাই পণ্য ছাড়করণ সংক্রান্ত সব কার্যক্রম চালু রাখা হবে।

আরও পড়ুন: আমদানি-রফতানি কমেছে বেনাপোলে, বিপাকে ব্যবসায়ীরা

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, শুক্র শনিবার বন্দর খোলা থাকবে। কেউ বন্দর থেকে আমদানিকৃত মালামাল খালাস নিতে চাইলে খালাস দেওয়া হবে। আমদানিকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে পণ্য আনলোডও করা হবে।


বেনাপোল আমদানি রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, শুক্র-শনিবার বেনাপোল কাস্টমস হাউজ খোলা থাকবে এ সংক্রান্ত বিষয় তিনি শুনেছেন। এতে আগের বাণিজ্য ঘাটতি কিছুটা কমে আসবে।


কাস্টমসের তথ্য বলছে, এনবিআর ভাগ হয়ে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি বিভাগ করার যে অধ্যাদেশ জারি হয়েছিল, তা বাতিলের দাবিতে দীর্ঘ আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সেই ক্ষতি পোষাতে এখন সাপ্তাহিক ছুটির দিনে দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন