শনিবার (২০ ডিসেম্বর) হিল ডিকিনসন স্টেডিয়ামে স্বাগতিক এভারটনকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ভিক্তর ইয়োকেরশ।
এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ম্যানসিটি।
এদিন ঢিমেতালে চলা ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কর্নারে হেড করার সময় দুই হাত ওপরে তুলেছিলেন জ্যাক ও'ব্রায়েন। বল তার হাতে লাগে। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজাল স্পটকিকে বল জালে পাঠান ইয়োকেরেশ।
আরও পড়ুন: বছরের শেষ ম্যাচে রিয়ালের জয়, রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
ঘরের মাঠে প্রথমার্ধে এভারটন গোলে একটি শটও নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মার্সিসাইডের দলটি। কিন্তু গোলের দেখা আর পায়নি।
ব্যবধান বাড়ানোর চেষ্টা আর্সেনালও করেছে। লিয়ান্দ্রো ত্রোসার্ডের শট পোস্টে লেগে প্রতিহত না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত গানাররা।

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·