শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা। বাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহও। এতে সপ্তাহ ব্যবধানে কমেছে দামও। ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতকালীন শাক-সবজির দাম কমে এসেছে। তবে সরবরাহ কমায় হাতেগোনা কয়েটির দাম সামান্য বেড়েছে।
বাজারে প্রতিকেজি শিম ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, করলা ৮০ টাকা, করলা ৮০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, টমেটো ৮০-৯০ টাকা, কচুর মুখী ৫০ টাকা ও নতুন আলু ৪০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ ৫০ টাকা এবং প্রতিপিস ফুলকপি ও বাঁধাকপি ২০ টাকায় বেচাকেনা হচ্ছে।
আরও পড়ুন: ৩০ টাকার সবজি কেন ঢাকায় এসে সেঞ্চুরি ছাড়ায়?
সরবরাহ বাড়ায় বাজারে কমেছে পেঁয়াজের ঝাঁজও। বর্তমানে প্রতিকেজি পুরান দেশি পেঁয়াজ ১১০ টাকা, নতুন মুড়িকাটা পেঁয়াজ ৫২-৫৫ টাকা ও আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৫২-৫৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
তবে বেড়েছে মাছের দাম। ছোট মাছের প্রতি কেজিতে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া প্রতিকেজি তেলাপিয়া ১৮০-২০০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের কই ২০০ টাকা ও টেংরা ৬০০ টাকা বিক্রি হচ্ছে।
তবে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। আর প্রতি কেজি সোনালি মুরগি ২৩০-২৪০ টাকা ও লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।
]]>
৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·