শীতের তীব্রতা বাড়লেও জমে ওঠেনি গরম পোশাকের বিকিকিনি

৫ ঘন্টা আগে
ঢাকাসহ সারা দেশে ক্রমেই কমছে দিনের তাপমাত্রা, বাড়ছে শীত। এরই মধ্যে উত্তরের কয়েকটি জেলায় হাঁড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। ফলে বেড়েছে গরম পোশাকের চাহিদা।

রাজধানীর দোকান-মার্কেটে শীতের পোশাক কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকাররা। তবে এখনো জমে ওঠেনি বেচাকেনা। বাড়তি দামের অভিযোগও তুলেছেন কেউ কেউ।

 

এবারও শাল, সোয়েটার, কানটুপি, জ্যাকেট, মাফলার, ট্রাউজার থেকে শুরু করে কম্বল; চাহিদা বেড়েছে সবকিছুরই। মানানসইয়ের পাশাপাশি কেনাকাটায় গুরুত্ব পাচ্ছে উলসহ হাল ফ্যাশনের পোশাক। তবে দাম বেশি হওয়ায় বেচাকেনা তেমন একটা জমেনি।

 

গাজীপুর বাংলাবাজার থেকে আসা পাইকারি ক্রেতা এক নারী বলেন, ‘নতুন নতুন ডিজাইনের শীতের কাপড় দোকানে তোলার চেষ্টা করি। ক্রেতার চাহিদা অনুযায়ী গরম কাপড় পাইকারি কিনতে এসেছি।’

 

আরেক পাইকারি ক্রেতা অভিযোগ করে বলেন, ‘পোশাকের দাম কম হলে আমাদের জন্য ভালো হয়। তাহলে খুচরা বিক্রি করে কিছুটা আয় করা যায়।’  

 

বিক্রেতাদের হিসাবে, এবার তাদের বিক্রি নেমেছে অর্ধেকে। পর্যাপ্ত মজুদ নিয়ে অপেক্ষায় আছেন বিক্রি জমে ওঠার।

 

আরও পড়ুন: শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১১.১

 

এক কম্বল বিক্রেতা বলেন, ‘বিক্রি মোটামুটি হচ্ছে। শীত কম হওয়ায়, এখনো বাজার জমে ওঠেনি। শীতের তো আরও কিছুদিন আছে, দেখা যাক সামনে কী হয়।’

 

দাম বাড়তির বিষয়ে জানতে চাইলে আরেক বিক্রেতা বলেন, ‘পোশাকের দাম বেড়েছে। কারণ, মার্কেটে এখন যা কিছুই কিনতে যাবেন, সবকিছুরই দাম বেশি।’

]]>
সম্পূর্ণ পড়ুন