সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক ব্লু ব্রিকস কমিউনিকেশন। তবে আয়োজকদের আগে গত ১৫ নভেম্বর ব্যান্ডদলটির একটি ভিডিও বার্তার মাধ্যমে ঢাকায় এসে গান গাওয়ার ইঙ্গিত পান ভক্তরা।
ভক্তদের সে ইচ্ছা পূরণ হতে চলেছে, সে আশ্বাস দেন ব্লু ব্রিকস কমিউনিকেশনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সারাফ আঞ্জুমও।
আসন্ন কনসার্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, ঢাকায় আসছে কাভিশ। আমরা ইতিমধ্যে তাদের সঙ্গে কথা বলে সবকিছু চূড়ান্ত করেছি।’
আরও পড়ুন: সৌদি আরবে প্রথমবার কনসার্ট করবেন জেমস
কবে আসছে ‘কাভিশ’? এমন প্রশ্নের উত্তরে সারাফ আঞ্জুম বলেন, আশা করছি, এ বছরের ডিসেম্বরের শেষদিকে কিংবা আগামী বছর জানুয়ারিতে ঢাকায় পারফর্ম করবে জনপ্রিয় এই ব্যান্ড।
আরও পড়ুন: ভক্তদের ‘জন্মদিনের উপহার’ দিলেন রুনা লায়লা
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘কাভিশ’ ব্যান্ডদলটি গঠিত হয়। জাফর জাইদি ও মাজ মওদুদের সেমি ক্ল্যাসিক্যাল এ ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘ফাসলে’, ‘ও ইয়ারা’, ‘তেরে পেয়ার মে’ইত্যাদি। আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে কোক স্টুডিও লাইভ কনসার্টেও গান গাইবে জনপ্রিয় এ ব্যান্ডদলটি।
]]>