শীতলক্ষ্যা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাট এবং সাইলো ঘাটের বিপরীত দিকের কুতুবপুর ঘাট অংশ থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়েছে।


মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল মাবুদ।


আরও পড়ুন: ৪০ দিন পর নিখোঁজ গৃহবধূর পুঁতে রাখা মরদেহ উদ্ধার


তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কাছাকাছি অবস্থান থেকে দুটি মরদেহ এক সঙ্গে উদ্ধার করা হয়েছে। তারা উভয়ে পুরুষ। মরদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে দুজনের মধ্যে একজনের বয়স ২৮ এবং আরেকজন বয়স ৪৫ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন